|
Getting your Trinity Audio player ready...
|
আপনার বাংলা নিউজ ডেক্স : এবার যোগ্য শিক্ষক সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট। এবার ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ এই নির্দেশের ফলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বেতন পেতে পারবেন যোগ্য শিক্ষকেরা।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে। সেই সময় যোগ্য শিক্ষকরা স্কুলের শিক্ষকতা করতে পারবেন এবং বেতনও নিতে পারবেন। তবে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির তরফে ওই সময়সীমাকে বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়। সর্বোচ্চ আদালত সেই আবেদনের প্রেক্ষিতেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট।
এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য এসএসসি এবং বোর্ড ছিল।

আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় সাথে আমরা চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দেব। ১৫ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হবে। নবম দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। এরপরই শুরু হবে কাউন্সিলিং। তাই আগস্ট মাসের শেষ পর্যন্ত বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো জানিয়েছেন যে এই আবেদনের ভিত্তিতে আগস্ট মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট যারা দাবি নন এমন শিক্ষকেরা আগামী আগস্ট মাস পর্যন্ত কাজ করতে পারবেন।
অন্যদিকে রায় ঘোষণার পরেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি লিখেছেন সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31 আগস্ট এর মধ্যে শেষ করতে দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল…
— Bratya Basu (@basu_bratya) December 18, 2025