|
Getting your Trinity Audio player ready...
|
Apnarbangla Newsdesk:আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ! উল্লেখ করা যেতে পারে ৪২ হাজার ৫০০ এর বেশি শূন্য পদে নিয়োগ হয়েছিল । তার মধ্যে ৩২ হাজার প্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত যা খবর আগামীকাল দুপুর দুটোই রায় ঘোষণা হবে। এর আগে প্রাথমিকে ৩২ হাজার (WBBPE primary Tet 32000) শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পরবর্তী ক্ষেত্রে ওই রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আগামীকাল এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় ছিল যে চাকরি বাতিল হলেও ঐ শিক্ষকের স্কুলে যাবেন এবং তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া রাজ্যকে শুরু করতে হবে। সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে। সিঙ্গেল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তী সময়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।