Top 6 Business Ideas 2026: নতুন বছর শুরুতেই জেনে নিন কম পুজিতে ব্যবসার আইডিয়া।

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Top 6 Business Ideas 2026 in Bengali: অনেকেই আছেন যারা ব্যবসা পছন্দ করেন বা করতে চান। কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন। এই প্রতিবেদনে  ডিজিটাল ব্যবসার কথা বলব যা আজকের দিনে ভালো চলছে একই সঙ্গে পুঁজি লাগে অনেকটাই কম। আজকের এই আলোচনাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ লোকাল মার্কেট অনলাইন লাভজনক ব্যবসার দিক গুলি।

অনলাইন গ্রোসারি স্টোর :

অনলাইনে কেনাকাটা এখন মানুষের নেশা হয়ে গেছে। এই সময়কালে অনেক মানুষ আছেন যারা flipkart আমাজন সহ বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে থাকেন। আপনি যদি আপনার বাড়ি থেকেই উৎকৃষ্ট মানের বিভিন্ন পণ্য যেমন শাক-সবজি থেকে শুরু করে বিভিন্ন তেল মসলা এক থেকে দুই কিলোমিটারের মধ্যে ডেলিভারি করার ব্যবসা শুরু করেন তাহলে খুব শিগগির আপনি এই ব্যবসাতে উন্নতি করতে পারবেন। এক্ষেত্রে ৫০ হাজার টাকার মধ্যে অনেক কিছুই হয়ে যাবে। অনলাইন অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন  RBI Repo Rate: মুদ্রানীতি কমিটি (MPC) ঘোষণায় চমক,গৃহ–ঋণ বা গাড়ি–ঋণের EMI (মাসিক কিস্তি) কমে যাওয়ার সম্ভাবনা!
নতুন বছর শুরুতেই জেনে নিন কম পুজিতে ব্যবসার আইডিয়া।
নতুন বছর শুরুতেই জেনে নিন কম পুজিতে ব্যবসার আইডিয়া।

ডিজিটাল মার্কেটিং :

বর্তমান সময়কাল বিজ্ঞাপনের সময়। এই সময়ে ডিজিটাল মার্কেটিং ভীষণ গুরুত্বপূর্ণ। যেকোনো পণ্যের যত বেশি মার্কেটিং করা হয় সেই পণ্যের বিক্রিত অত বেশি। বিভিন্ন রিলস বা শটস ভিডিওগুলোতে সাধারণত এই ধরনের পণ্যগুলোর মার্কেটিং করা হয়। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্ষেত্রে সবচাইতে কার্যকরী স্কিল।

স্বাস্থ্য সম্পর্কিত কোচিং :

আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা রোগা থেকে মোটা হতে চান অথবা মোটা থেকে রোগা। স্বাস্থ্য সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত কোচিং আপনি চালু করতে পারেন। এক্ষেত্রে আপনার ফোকাস থাকবে যোগা ফিটনেস। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আপনি এ বিষয়টি শুরু করতে পারেন।

আরো পড়ুন  Gold rate today: কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ১,৩৪,০৬০ টাকা? সোনার দামে নতুন ইঙ্গিত!
হোম ক্যাটারিং :

বিশেষ করে মাঝারি মাপের শহরগুলোতে এই ব্যবসা সবাইকে চমকে দিচ্ছে। আপনার পণ্য বা খাবারের মান যদি ভাল হয় সে ক্ষেত্রে বিভিন্ন অফিস হোস্টেলে খাবার দিয়ে প্রচুর টাকা রোজগার করতে পারেন। এছাড়া অনলাইন স্কিল এর মাধ্যমে জমাটো বা সুইগীতে আপনার বিজনেস কে আপগ্রেড করতে পারেন।

কুরিয়ার ফ্রাঞ্চাইজি:

বর্তমান সময়কালে কুরিয়ার ফ্রাঞ্চাইজের মাধ্যমে অনেকে টাকা রোজগার করছেন। এর ফলে বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যেমন DTDC/Blue Dart প্রভৃতি কোম্পানির সঙ্গে যুক্ত হলে বেশ ভালো টাকা রোজগার করা যায়।

ড্রগশিপিং স্টোর: 

এর মাধ্যমে খুব সহজেই ফ্যাশন হ্যান্ডিক্রাফট বিষয়ক বিভিন্ন পণ্য দিয়ে শুরু করে মার্কেট থেকে হাই প্রফিট বা প্রচুর লাভ নিয়ে ব্যবসা করা যেতে পারে। বর্তমান সময়কালে অনেকে এই ব্যবসার প্রতি ঝুকছেন।

Leave a Comment