The Cag School Pollock Street Vacancy 2026: এবার আরেকটি বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, আবেদন করুন।

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

The Cag School Pollock Street Vacancy 2026 for teacher: যারা প্রতিনিয়ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞাপন খুঁজছেন বা শিক্ষক-শিক্ষিকা নিয়োগের তথ্য প্রতিদিন খোঁজেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে পারি আমরা প্রতিদিন সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষক নিয়োগ সংক্রান্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসি। প্রতিদিন আপডেট থাকতে ডান দিকে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে প্রতিটি আপডেট নিতে পারেন সেটাও বিজ্ঞাপন সহকারে। এবার আসি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনের কথায়। একটি স্বনামধন্য বেসরকারি স্কুল দ্য ক্যাগ স্কুল কলকাতা শিক্ষক নিয়োগ (The cag school pollock street vacancy) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা বেশ কিছু শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে। আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। নিচে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল।

The Cag School Pollock Street Vacancy 2026: এবার আরেকটি বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, আবেদন করুন।
The Cag School Pollock Street Vacancy 2026: এবার আরেকটি বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, আবেদন করুন।

 

প্রথমেই জানিয়ে রাখা ভালো শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আগ্রহী চাকরিপ্রার্থীদের বয়স যেন চল্লিশ এর কম হয় এবং এক্ষেত্রে স্বাগত সাক্ষাৎকার বা ইন্টারভিউ চলবে সকাল ন’টা থেকে শুরু করে ১১ঃ০০ টার মধ্যে।। নিচে তারিখ সহকারে বিষয় এবং অন্যান্য তথ্যগুলি দিয়ে দেওয়া হলো।

আরো পড়ুন  SIR Draft Roll 2026: কিভাবে SIR Draft Roll ডাউনলোড করে নেবেন, জেনে নিন।

২ জানুয়ারি ২০২৬
এই দিন অংক এবং ইতিহাস বিষয়ের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। অংক শিক্ষক নিয়োগ হবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সেকশনে এবং ইতিহাস শিক্ষক নিয়োগ করা হবে শুধুমাত্র সেকেন্ডারি সেকশনে। এক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে নূন্যতম পোস্ট গ্রাজুয়েট বিশেষ বিশেষ বিষয়ে বা সংশ্লিষ্ট বিষয়ে সঙ্গে বি.এড বা ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রী।

৫ই জানুয়ারি ২০২৬
এই দিন যে সমস্ত বিষয়ের ইন্টারভিউ চলবে সেগুলি হল ডান্স বা activity teacher ai এবং রোবটিক্স এবং স্পোর্টস। এই শূন্য পথ গুলি মূলত প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশন এবং প্রাইমারি ও সেকেন্ডারি সেকশন এর জন্য উপলব্ধ। ড্যান্স এবং activity teacher নেওয়া হবে শুধুমাত্র প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশন এর জন্য এবং এ আই ও রোবোটিকস না হবে শুধুমাত্র প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশনের জন্য। ড্যান্স বা এক্টিভিটি টিচার এর জন্য যোগ্যতা থাকতে হবে ন্যূনতম পোস্ট গ্রাজুয়েট টিটিসি অথবা b.ed বা মন্টেসরি। অন্যদিকে রোবটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম বিসিএ অথবা এমসিএ সঙ্গে থাকতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিকস এর অভিজ্ঞতা।

আরো পড়ুন  Laxmi Vandar New Update: ২০২৬ থেকে লক্ষীর ভান্ডারের টাকা কি বাড়তে চলেছে?

৬ই জানুয়ারি ২০২৬
এই দিন যে সমস্ত বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ইন্টারভিউ চলবে সেগুলি হল আর্ট এন্ড ক্রাফ্ট এবং একাউন্ট এন্ড কমার্স। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আর্ট এবং ক্রাফ্ট সেকেন্ডারি সেকশনের জন্য অ্যাকাউন্ট এন্ড কমার্স হায়ার সেকেন্ডারি সেকশন এর জন্য নেওয়া হবে। আর্ট এন্ড ক্রাফ্ট এর জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট সংশ্লিষ্ট বিষয়ে এবং বিএড প্রশিক্ষণ। অন্যদিকে অ্যাকাউন্টস এবং কমার্সের জন্য প্রয়োজন নূন্যতম পোস্ট গ্রাজুয়েট সংশ্লিষ্ট বিষয়ে সঙ্গে বিএড প্রশিক্ষণ।

যোগ্যতা সম্পন্ন এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ হবে সকাল ন’টা থেকে শুরু করে ১১ঃ০০ টার মধ্যে। স্কুলটির ঠিকানা দ্য ক্যাগ স্কুল, 6 Pollock Street, Kolkata -700001
আগ্রহী চাকরিপ্রার্থীরা ফোন করতে পারেন এই নম্বর গুলিতে – ৯২৩০৯ ৮৭১৩৯ অথবা ৯২৩০৯ ৮৭১৪০

Leave a Comment