|
Getting your Trinity Audio player ready...
|
Teacher Vacancy 2026 CBSE West End High School Jhargram: প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন সরকারি সহ বেসরকারি বিভিন্ন চাকরির সংক্রান্ত খোঁজখবর নিয়ে আমাদের প্রতিবেদন লেখা। আজকেও তার ব্যতিক্রম নয়। ওয়েবসাইট ছাড়াও আমাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করুন। লিংক নিচে দেওয়া রয়েছে।
| WhatsApp Channel Link: | Click |
| Telegram Channel Link: | Click |
শুধুমাত্র ওয়াকিং ইন ইন্টারভিউ এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মী নিয়োগ করছে একটি স্বনামধন্য সিবিএসই স্কুল। উল্লেখ করা যেতে পারে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১১ই জানুয়ারি ২০২৬ দুপুর ১১ টায়। যে সমস্ত শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট স্কুলটি সেগুলি হল –

- ভাইস প্রিন্সিপাল
- প্রাইমারি টিচার
- সেকেন্ডারি টিচার
- সিনিয়র সেকেন্ডারি টিচার
উল্লেখ করা যেতে পারে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এছাড়া এছাড়া অশিক্ষক পদে হোস্টেল সুপার, ওয়ার্ডেন প্রভৃতি নিয়োগ করা হবে।আগ্রহী চাকরিপ্রার্থীরা নিজের বায়োডাটা বা সিভি জমা দেবেন সংশ্লিষ্ট স্কুলে।
স্কুলের ঠিকানা-
ওয়েস্ট ইন্ড হাই স্কুল, ওল্ড ঝাড়গ্রাম পোস্ট এন্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম।
ফোন নম্বর: ৯৬৭৯ ৮২৩৩১৫
এছাড়া স্কুলের অফিশিয়াল ইমেইলে যোগাযোগ করতে পারেন। স্কুলটির ইমেইল আইডি হল- westendcbse@rediff.com