Siliguri job Vacancy 2026: শিলিগুড়িতে রিসিপশনিস্ট এবং টেলিকলার পদে নিয়োগ, আবেদন করুন।

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Siliguri Job Vacancy 2026 for Telecaller : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর যারা উত্তরবঙ্গ বা শিলিগুড়িতে বেসরকারি চাকরির খোঁজ করছেন। এবার উত্তরবঙ্গে বেশ কিছু শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সিম ম্যাট্রিক্যাল কসমেটিক সার্জারি হেয়ার প্লান্টস এন্ড স্কিন কেয়ার। সোশ্যাল মিডিয়ার মারফত পাওয়া একটি বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে তারা বেশ কিছু শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই শূন্য পদ গুলি হল রিসেপশনিস্ট টেলিকলার বা টেলি মার্কেটিং এক্সিকিউটিভ। এবার এক নজরে দেখে নিন শুন্য পদ অনুযায়ী চাকরির যোগ্যতা।

আরো পড়ুন  New job Vacancy 2026: উত্তরবঙ্গে মহিলা চাকরি-প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই করতে পারবেন আবেদন।
Siliguri job Vacancy 2026: শিলিগুড়িতে রিসিপশনিস্ট এবং টেলিকলার পদে নিয়োগ, আবেদন করুন।
Siliguri job Vacancy 2026: শিলিগুড়িতে রিসিপশনিস্ট এবং টেলিকলার পদে নিয়োগ, আবেদন করুন।

 

রিসেপশনিষ্ট পদে আবেদন করতে হলে প্রয়োজন দুবছরের অভিজ্ঞতা। একই সঙ্গে ইংরেজি বাংলা এবং নেপালি ভাষায় কমিউনিকেশন স্কিল। এমএস ওয়ার্ড এবং এক্সেল বিষয়ে কম্পিউটারের প্রাথমিক ধারণা। এছাড়া ফোন কল অ্যাপয়েন্টমেন্ট রোগীদের সঙ্গে কথা বলা এছাড়া মাল্টিটাক্সিং টাইম টেবিল এবং ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। বেতন সম্পর্কে বলা হয়েছে সেটা আলোচনা সাপেক্ষ, তবে ভাল চাকরি প্রার্থীর ক্ষেত্রে বেতন কোন সমস্যা হবে না।

অন্যদিকে টেলি কলার বা টেলি মারকেটিং এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য যে সমস্ত যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলি হল – অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি নেপালি এবং হিন্দি ভাষায় কমিউনিকেশন স্কিল ভাল হতে হবে। এম এস ওয়ার্ড এবং এমএস এক্সেল এ প্রাথমিক ধারণা থাকতে হবে। এক্ষেত্রেও বেতন আলোচনা সাপেক্ষ তবে ভাল চাকরি-বাতির ক্ষেত্রে বেতন কোন সমস্যা নয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে বায়োডাটা পাঠাতে হবে ৮১০ ১৮৪ ৮০৮ এই নম্বরে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনটি ডাউনলোড করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। লিংক নিচে দেওয়া রয়েছে।

আরো পড়ুন  Teacher Recruitment 2026 Spring Hill public school : এবার স্প্রিংহিল পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, আবেদন করুন।
WhatsApp Channel Link: click
Telegram Channel Link: click

Leave a Comment