|
Getting your Trinity Audio player ready...
|
আপনার বাংলা নিউজ ডেক্স : যারা কৃষক তাদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কৃষক সন্মান নীধি যোজনায় প্রতিবছর ৬০০০ টাকা পাওয়া যাচ্ছে। উল্লেখ করা যেতে পারে যে সরকার যে সমস্ত সামাজিক পরিকল্পনা গুলি নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য নিয়ে এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা। এই যোজনার ফলে উপকৃত হচ্ছেন বহু কৃষক। একদিকে যেমন রয়েছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা।

এখনো অব্দি যা খবর তাতে জানা গেছে এই যোজনার অধীন কুড়ি তম কিস্তি ২০২৫ সালের আগস্ট মাসের দুই তারিখে ছাড়া হয়েছে যাতে প্রায় ১০ কোটির মত কৃষক খাতেই কুড়ি হাজার ৫০০ কোটি টাকা জমা পড়ে। উল্লেখ করা যেতে পারে এই যোজনার অধীনে থাকা কৃষকেরা মোট ৬০০০ টাকা সারা বছর তিনটি কিস্তিতে পান। তবে এখানে উল্লেখ করা যেতে পারে যারা ইনকাম ট্যাক্স দেন অথবা সরকারি কর্মকর্তা বা যেকোনো পেশাদার তারা এই যোজনার অধীনে লাভবান হন না।
আপনার যদি কে ওয়াইসি আপডেট করা না থাকে বা আধার লিঙ্ক না করা হয়ে থাকে তাহলে এখনই করে ফেলুন যাতে পরবর্তী কিস্তি আপনার ব্যাংক একাউন্টে নির্দিষ্ট সময়মত চলে আসে। এমন সমস্ত আপডেট পেতে ডানদিকে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন।