|
Getting your Trinity Audio player ready...
|
Apnarbangla Newsdesk: ২০২৬ সালের সি ইউ ইটিপিজি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কোর্স যেমন এমটেক এমসিএএমবি এর সহ বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়ে থাকেন। এক নজরে দেখে নিন পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং প্যাটার্ন।
বর্তমানে NTA CUET PG Syllabus সম্পর্কে জানতে হলে বলা যেতে পারে যে এই পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় ভিত্তিক মূলত প্রশ্ন করা হয় এখানে ডোমেইন নলেজ লজিক্যাল রিজনিং ভাষা দক্ষতা এবং জেনারেল অ্যাপটিটিউট টেস্ট সহ বিভিন্ন বিষয়ক প্রশ্ন থাকে যা এর আগের শিক্ষকতা যোগ্যতা বা জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা হয়।
তবে প্রতিটি বিষয় বা কোর্সের জন্য নির্দিষ্ট সিলেবাস রয়েছে এবং সেটা আলাদা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। লিঙ্ক নিচে দেওয়া আছে।
CUET PG Pattern সম্পর্কে এক নজরে জেনে নিন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে এই পরীক্ষার (NTA CUET PG Syllabus Exam Pattern 2026) যে প্যাটেন্ট রয়েছে তা মূলত সিবিটি মোডে বা অনলাইন মাধ্যমে হতে চলেছে। প্রতিটি প্রশ্নের জন্য ৪ নম্বর থাকবে। এছাড়া মোট প্রশ্নের সংখ্যা থাকছে ৭৫ টি যা মূলত হবে এমসিকিউ ধরনের।
এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে যে ভুল উত্তর হলে এক নম্বর করে কেটে নেওয়া হবে এছাড়া এই পরীক্ষার সময় থাকতে দেড় ঘণ্টা বা 90 মিনিট। বর্তমান সময়কালে বিভিন্ন কোচিং সেন্টার এছাড়া সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি এর উপরে বিভিন্ন কোর্স করিয়ে থাকে যা মূলত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে।
উল্লেখ করা যেতে পারে যে এই পরীক্ষার নির্দিষ্ট কোন বয়স সীমা নেই তবে যিনি গ্রাজুয়েট বা স্নাতক উত্তীর্ণ হয়েছেন বা ২০২৬ সালে উত্তীর্ণ হবেন তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্যতা অনুযায়ী নিয়মাবলী মেনে চলতে হবে।
এক নজর দেখে নিন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য –
| NTA CUET PG Syllabus 2026 | Click Here |
| NTA CUET PG Exam Pattern 2026 | Click Here |