ITR filing AY 2025-26: আপনি কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মেসেজ পেয়েছেন ? জেনে নিন আয়কর ফাইলিং এর বড় আপডেট।

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ITR filing AY 2025-26: আপনার ফোনে কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোন মেসেজ এসেছে? এতে আপনার হৃদস্পন্দন বা হার্টবিট অনেকটাই বেড়ে গেছে? তবে চিন্তা কোন কারণ নেই আইকর বিভাগ জানিয়েছে এটা কোন শাস্তির নোটিস নয় বরং আপনাকে সাহায্য করার জন্য একটা বন্ধুত্বপূর্ণ পরামর্শ।

ITR filing AY 2025-26: আপনি কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মেসেজ পেয়েছেন ? জেনে নিন আয়কর ফাইলিং এর বড় আপডেট।
ITR filing AY 2025-26: আপনি কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মেসেজ পেয়েছেন ? জেনে নিন আয়কর ফাইলিং এর বড় আপডেট।

 

কি জানিয়েছে আয়কর বিভাগ? জানা গেছে যে কিছু পর্দা তার কাছে পাঠানো এই মেসেজগুলো শুধুমাত্র আইটিআর এর দেওয়া তথ্য এবং নির্দিষ্ট বিভাগের কাছে থাকা তথ্যের মধ্যে বড় পার্থক্য দেখা গেলেই তবেই পাঠানো হয়েছে। তবে এগুলো কোন নির্দিষ্ট তদন্ত বা শাস্তির জন্য নয়। বিভাগ জানিয়েছে যে মানুষ নিজেরাই চেক করে সংশোধন করে নেবে যাতে তারা কোন ঝামেলাই না পড়েন।

আরো পড়ুন  Top 6 Business Ideas 2026: নতুন বছর শুরুতেই জেনে নিন কম পুজিতে ব্যবসার আইডিয়া।

কিন্তু এবার আপনার কি করা উচিত মনে রাখবেন এবার আপনাকে কমপ্লায়েন্স পোর্টালে ভিজিট করে কোন যদি ডিসক্রিপেসি টি দেখেন তাহলে ফিডব্যাক দেবেন এবং সংশোধন করবেন বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মনে রাখবেন এজন্য নির্দিষ্ট তারিখ এর শেষ সীমা রয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫। কাজেই সময় থাকতে আগেই সবকিছু ঠিক করে নিন না হলে পেনাল্টি হতে পারে।

আরো পড়ুন  ১০ হাজার টাকায় শুরু করুন ২৫ টি লাভজনক ব্যবসা!

আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই মেসেজটি ইগনোর করতে পারেন কোন প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে নির্দিষ্টভাবে রেসপন্স দিতে হবে যদি প্রয়োজন হয়।

Leave a Comment