|
Getting your Trinity Audio player ready...
|
আপনার বাংলা নিউজডেস্ক: Microsoft কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের প্রধান মুস্তাফা সুলাইমান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে গুগলের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেমিনি থ্রি এমন কিছু কাজ করতে পারে যা Microsoft এর কোপাইলটের দ্বারা সম্ভব নয়। তবে তিনি এটাও জোরের সঙ্গে জানিয়েছেন যে কো পাইলটের এমন কিছু শক্তিশালী ক্ষমতা বা ফিচার রয়েছে যা জেমিনি থ্রি এর মধ্যে নেই।

এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন অ্যাডভান্স টেকনোলজির কথা। যদিও গুগল এ প্রসঙ্গে জানিয়েছে যে Gemini 3 তাদের সবচাইতে উন্নত মাল্টি মডেল এআই মডেল যা মাল্টিমিডিয়া কনটেন্ট কে বুঝতে পারা এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তবে কেন খুব পাইলটকে সবচাইতে অসাধারণ মনে করছেন এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলাইমান?
গুগল তাদের শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল যেমনি থ্রি উন্মোচন করে তাদের বিশ্বের সেরা মাল্টি টাক্স ক্ষমতা সম্পন্ন হিসেবে দাবি করেছে। জানিয়েছে আগের সংস্কারের তুলনায় Gemini 3 অনেক বেশি ক্রিয়েটিভ বহুমুখী এবং কোডিংয়ে আগের থেকে অনেক বেশি দক্ষ। তবে Microsoft কর্তা জানিয়েছেন তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যানিস্ট সুপার ইন্টেলিজেন্স এর পথ অনুসরণ করে চলেছে । যার ফলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব সময় মানুষের স্বার্থে কাজ করে যাবে।