|
Getting your Trinity Audio player ready...
|
West Bengal Gold News: রাজ্য জুড়ে সোনার খোঁজ। এ কোনো রূপকথা নয়। সাংসদের প্রশ্নের উত্তরে এমনি সম্ভবনার কথা উঠে এলো।শমীক ভট্টাচাৰ্য (রা রাজ্য সভার সংসদ ) এর এক প্রশ্নের উত্তরে এই তথ্য প্রকাশ্যে আসে।তিনি লিখেছেন রাজ্যের একাধিক জেলায় সোনার সীমিত অস্তিত্ব পাওয়া গেছে।পুরুলিয়া, বাঁকুড়া, কালিম্পঙ, দার্জিলিং, ঝাড়গ্রাম সহ মোট 9 টি জেলায় সোনা পাওয়া যেতে পারে বলে কেন্দ্রীয় খনি মন্ত্রক মনে করেন।

এই জায়গা গুলিতে ইতিমধ্যে G-4 পদ্ধতিতে প্রাথমিক সমীক্ষার কাজও শুরু হয়েছে।এই ধাপে সমীক্ষা করে দেখা হয় কোন অঞ্চলে খনিজ সম্পদের সম্ভাবনা বেশি। অর্থাৎ ভবিষ্যতে বিস্তারিত সমীক্ষার জন্য সম্ভাবনাময় এলাকা গুলিকে চিহ্নিত করাই এই ধাপের কাজ। এই সমীক্ষায় একটি জায়গা বিশেষভাবে নজর কেড়েছে।সেটি হল বাঁকুড়া জেলার হংসাডুবি। এই এলাকাটি রাখা হয়েছে G-৩ স্তরে।G-3 অর্থাৎ প্রাথমিক সমীক্ষার পর যেখানে খনিজের পরিমাণ বেশি এবং বিস্তারিত অনুসন্ধান করা হয়েছে।যদিও এখানে খাননের কাজ শুরু হয়নি তবুও মনে করা হচ্ছে আন্তর্জাতিক খনি মন্ত্রক একেবারে নিরাশ হবে না।রাজ্যের খনির মানচিত্রে নতুন করে সোনালি দাগ পড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। যদিও বিশেষজ্ঞরা মনে করেন G-4 বা G-3 স্তর মানে সোনার খনি পাওয়া যাবে এমনটা ভাবা ঠিক নয়। বরং পশ্চিমবঙ্গের মাটির নিচে সোনার সম্ভাবনার কথাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।