Teacher Vacancy 2026: ইংরেজি কম্পিউটার অংকসহ একাধিক বিষয়ের শূন্য পদ, শিক্ষক-শিক্ষিকা পদের চাকরির জন্য আবেদন করতে পারেন।

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Teacher Vacancy 2026 for Udayan Public School: প্রথমেই আপনার বাংলা অনলাইনে স্বাগত জানাই। প্রতিদিন আমাদের ওয়েবসাইটে চাকরির সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা প্রদান করে থাকি। ওয়েবসাইট ছাড়াও আমাদের চাকরি সংক্রান্ত তথ্যগুলি প্রদান করা হয় আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে। এবং এই পরিষেবাগুলো সম্পূর্ণ ফ্রি। প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় চাকরি সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট দেওয়া। এছাড়া সারাদিন নতুন কোন তথ্য এলে প্রায় সঙ্গে সঙ্গেই আপনাদের জানানো হয়। কাজী চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ার এই সমস্ত মাধ্যম রয়েছে তাতে যুক্ত হতে পারেন লিংক রয়েছে একেবারে নিচে।আজ যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব তা মূলত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ।

  1. অংক
  2. কম্পিউটার
  3. বিজ্ঞান
  4. ইংরেজি
  5. সোশ্যাল সাইন্স
  6.  ল্যাব টেকনিশিয়ান
আরো পড়ুন  Kolkata Job Vacancy 2026: এবার কলকাতায় বোস ইনস্টিটিউট এ চাকরির সুযোগ, আবেদন করুন।

      পদের জন্য মূলত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 ইংরেজি কম্পিউটার অংকসহ একাধিক বিষয়ের শূন্য পদ, শিক্ষক-শিক্ষিকা পদের চাকরির জন্য আবেদন করতে পারেন।
ইংরেজি কম্পিউটার অংকসহ একাধিক বিষয়ের শূন্য পদ, শিক্ষক-শিক্ষিকা পদের চাকরির জন্য আবেদন করতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বেতন থাকবে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১৫০০০ টাকা প্রতি মাস। এছাড়া স্কুল কর্তৃপক্ষের তরফে বিনামূল্যে প্রদান করা হবে থাকা ও খাওয়া-দাওয়ার বিষয়টি। আবেদন করতে চাইলে আগ্রহীরা তাদের নিজস্ব রিজিউম বা সিভি পাঠাতে পারেন whatsapp-এর মাধ্যমে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নম্বর হলো ৭০ ৫ ০২২৫১০০ এছাড়া ইমেইল করতে পারেন udayanjapla@gmail.com এ। মনে রাখবেন ১৫ ই জানুয়ারি ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।

আরো পড়ুন  Recruitment Vacancy 2026: ১১ টি শিক্ষক শিক্ষিকা,একটি ক্লার্ক এবং কুড়িজন Group-D স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আবেদন করুন।

একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ধরা হয়েছে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা তারা যেন সিবিএসই ব্যাকগ্রাউন্ড হন। ইংরেজিতে কথা বলা কমিউনিকেশন বিষয়টি আরো ভালো থাকতে হবে।

স্কুলের নাম হলো উদয়ন পাবলিক স্কুল। ঠিকানা জাপলা পালামৌ, ঝাড়খন্ড ৮২২ ১১৬
বিশেষ দ্রষ্টব্য আমরা শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি মাত্র। আবেদন করার পূর্বে বা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে ভালোভাবে খোঁজখবর এবং যাচাই করে নেবেন। কোনক্রমে প্রতারিত হলে আপনার বাংলা কর্তৃপক্ষ এজন্য দায়ী থাকবে না।

Leave a Comment