3 Business Ideas on 1 Lac : ২০২৬ সালে এক লক্ষ টাকা দিয়ে কোন কোন ব্যবসা করা যায়?

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

3 Business Ideas on 1 Lac 2026: নতুন বছর চলে এলো। আর কয়েকদিন পরেই বহু প্রতিকৃত ২০২৬ সাল চলে আসবে। নিজেকে ব্যবসায়ী হিসেবে ভাবতে শুরু করুন। যদি আপনার পুঁজি থাকে এক লক্ষ টাকা। আজ এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন এক লক্ষ টাকা পুঁজি নিয়ে কত ধরনের ব্যবসা আপনি করতে পারবেন? একই সাথে সেই সমস্ত ব্যবসার বাস্তবায়ন এবং অর্থ উপার্জনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রিকস থাকছে এই প্রতিবেদনে।

যেকোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে আগে দেখতে হবে যে লোকাল মার্কেট এবং অনলাইন কম্বিনেশন আপনি একসাথে চালাতে পারবেন কিনা, কেননা বর্তমান সময়কালে লোকাল মার্কেট এবং অনলাইন কম্বিনেশনের বিষয়টি না শিখতে পারলে আপনি পিছিয়ে পড়বেন। এরপর দেখে নিন আপনার স্কিল লোকেশন এবং আপনার আগ্রহ। এই সমস্ত বিষয়গুলি বিচার বিশ্লেষণ করে যে সমস্ত স্বল্প পুঁজির ব্যবসা আপনি করতে পারবেন সে সমস্ত বিষয়গুলি আগে নিয়ে একটি তালিকা করতে বসে পড়ুন, সঙ্গে নিন একটি খাতা এবং কলম। এই প্রতিবেদনে বেশ কিছু স্বল্প পুঁজির ব্যবসার কথা আলোচনা করা হয়েছে দেখুন তো সেগুলি আপনার মনের আগ্রহের সঙ্গে খায় কিনা?

আরো পড়ুন  Gold rate today: কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ১,৩৪,০৬০ টাকা? সোনার দামে নতুন ইঙ্গিত!
3 Business Ideas on 1 Lac : ২০২৬ সালে এক লক্ষ টাকা দিয়ে কোন কোন ব্যবসা করা যায়?
3 Business Ideas on 1 Lac : ২০২৬ সালে এক লক্ষ টাকা দিয়ে কোন কোন ব্যবসা করা যায়?

ফুড এন্ড সার্ভিসিং ব্যবসা

বর্তমান সময়কালে ফুড এন্ড সার্ভিসিং ব্যবসা বেশ ভালো সাড়া ফেলেছে। স্বল্প পুঁজির মধ্যে এই ব্যবসা বেশ ভালো উপার্জনের জায়গা তৈরি করে ফেলেছে। বাড়ি অথবা টিফিন ক্যাটারিং সার্ভিস বিভিন্ন ছোট ছোট শহর গুলিতে জনপ্রিয়তা পাচ্ছে। বাসা থেকে রান্না করে অফিস স্টুডেন্ট হোস্টেল কোচিং সেন্টার সহ বিভিন্ন জায়গাতে খাবার ডেলিভারি করা সবকিছু মিলিয়ে মাসে লক্ষ টাকার মতো অনেকে রোজগার করছেন। তবে মনে রাখতে হবে এক লক্ষ টাকা শুরুতেই রোজগার করা যায় না ধীরে ধীরে আপনার ব্যবসার সম্প্রসারণ বৈচিত্র্য এবং সর্বোপরি কাস্টমারের ভালোলাগা এতে ইন্ধন হিসেবে কাজ করে। অর্থাৎ যে ব্যবসায় আপনি করুন না কেন কাস্টমার যদি ভালোভাবে আপনার ব্যবসাকে মেনে নেন বা ভালোবেসে ফেলেন তাহলে আপনার এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবেনা।এছাড়া হোম বেকারি কেক প্যাটিস প্রভৃতি বিষয়গুলি এছাড়া ফাস্টফুড বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের সহায়তা বিক্রি করা যায়। এগুলো সাধারণত ৫০ থেকে ৬০ হাজার টাকা পুঁজি নিয়েও সম্ভব।

ধুপকাঠির ব্যবসা

মোটামুটি ৩০ থেকে ৮০ হাজার টাকায় মেশিন কাঁচামাল নিয়ে করা সম্ভব। তবে এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে যে চন্দন চালকোড়া এসেনশিয়াল অয়েল যেন ভালো হয় বা ভালো মানের হয়। একই সঙ্গে প্যাকেজিং হতে হবে বিশ্বমানের তবেই সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে নিজের ধুপকাঠি কে বিশ্বমানের ব্র্যান্ডিং করে তুলতে পারবেন। এছাড়া বিভিন্ন অনলাইন প্লাটফর্ম যেমন মিশো,amazon flipkart সহ নিজের একটি ওয়েবসাইট খুলে বিক্রি শুরু করলে কয়েক বছরেই ভালো লাভের মুখ দেখতে পারবেন।

আরো পড়ুন  Top 6 Business Ideas 2026: নতুন বছর শুরুতেই জেনে নিন কম পুজিতে ব্যবসার আইডিয়া।

পেপার প্লেট কাপ তৈরি

বর্তমানে এই ব্যবসা চলছে। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেই পেপার প্লেট কাপের চাহিদা থাকেই। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এছাড়া অন্যান্য সামাজিক অনুষ্ঠান তো লেগেই রয়েছে। এছাড়া পিকনিক বনভোজন সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রগুলি এই ব্যবসার দিক থেকে আরও চাহিদা সম্পন্ন করে তুলেছে। সাধারণত ৬৫ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে মেশিন কাঁচামাল সবটাই হয়ে যায়। বাকি রইল শুধুমাত্র বিক্রি করার স্ট্যাটেজি তৈরি করা। সেটাও কোন অভিজ্ঞ সেলসম্যানকে দিয়ে হয়ে যাবে।

এই ছিল এক লক্ষ টাকায় ব্যবসা করার কিছু আইডিয়া। আপনার নিজস্ব কোন আইডিয়া থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না।

Leave a Comment