Fixed Deposit SBI:মাসে কত টাকার ফিক্স ডিপোজিট করলে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে চলে আসবে 15000 টাকা?

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Apnarbangla Newsdesk: বিনা পরিশ্রমে বাড়িতে বসেই এখন ১৫ হাজার টাকা ইনকাম নিশ্চিত। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই ঠিক। সঠিক ভাবে বিনিয়োগ করতে পারলে ব্যাংকে জমানো সঞ্চয় থেকেই এই ইনকাম সম্ভব। চড়া মূল্যের বাজারে মাসিক ইনকামের পাশাপাশি এই বাড়তি টাকা হয়ে উঠতে পারে আপনার জন্য সহযোগী। এছাড়াও যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা যাঁরা সদ্য রিটায়ার করেছেন এমন এমন মানুষের কাছে এই ১৫ হাজার টাকা হয়ে উঠবে সেফটি নেট। এইরকম বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা এফডি হবে সবচেয়ে নিরাপদ। আসুন জেনে নেওয়া যাক কত টাকা ফিক্সড ডিপোজিট করলে আপনি মাসে ১৫ হাজার টাকা সুদ পেতে পারেন।

Fixed Deposit SBI:মাসে কত টাকার ফিক্স ডিপোজিট করলে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে চলে আসবে 15000 টাকা?
Fixed Deposit SBI:মাসে কত টাকার ফিক্স ডিপোজিট করলে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে চলে আসবে 15000 টাকা?

পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার রাখে 6.05%। অবসরপ্রাপ্তবয়স্কদের জন্য এই সুদের হার কিছুটা বেশি 7.05%। এই সুদের হার ধরে বিনিয়োগের অংক হিসাব করতে হবে।

আরো পড়ুন  ইলন মাস্ক নেট ওয়ার্থ ২০২৫: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি?

বয়স্কদের টাকার পরিমান : এক লাখ আশি হাজার টাকা জমা করলে মাসে পনেরো হাজার টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ আপনার এফডি থেকে বছরে মিনিমাম এই পরিমাণ সুদ আসতে হবে।

সাধারণ গ্রাহকদের জন্য টাকার পরিমান : 6.05% সুদের হাড় ধরে বছরে এক লক্ষ আশি হাজার টাকা সুদ পাওয়ার জন্য বছরে বিনিয়োগ করতে হবে প্রায় ২৯ থেকে ৩০ লক্ষ টাকার কাছাকাছি। বললে মাসে ১৫ হাজার টাকা সুদ পাওয়ার জন্য আপনাকে ফিক্স ডিপোজিট করতে হবে প্রায় ৩০ লক্ষ টাকা।বাড়িতে থাকা সিনিয়র সিটিজেনদের নামে এফডি করতে পারেন সেক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কিছুটা কমে আসবে। এক্ষেত্রে ২৫ থেকে ২৬ লক্ষ টাকা বিনিয়োগ করলেই মাসে 15000 টাকা সুদ পাওয়া সম্ভব।

আরো পড়ুন  SBI FD Schemes: ভারতীয় স্টেট ব্যাঙ্ক নতুন ১,১১১ টি বিশেষ স্কিম চালু করেছে যাতে পাওয়া যাচ্ছে বাম্পার সুদ এবং রিটার্ন।

ট্যাক্স : অবশ্যই মনে রাখতে হবে এফডি বিনিয়োগের সুদের ওপর ভারত সরকারের কর প্রযোজ্য। আয়কর যোগ্য সীমার কম হলে টাকার পরিমান কিছুটা কম হবে সেক্ষেত্রে 15 হাজার টাকা সুদ পেতে এফডি বিনিয়োগ এর পরিমাণ কিছুটা কমে আসবে।

মোটকথা ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে মাসে ১৫০০০ টাকা সুদ পেতে সাধারণ গ্রাহকে ৩০ লক্ষ টাকা এবং অবসরপ্রাপ্তবয়স্কদের ২৬ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। টাকার অংক দেখে অনেক বেশি মনে হতে পারে কিন্তু অপচয় কমিয়ে সঞ্চয় করলে ধীরে ধীরে এই টার্গেটে পৌঁছানো সম্ভব। বিশেষ করে যারা বেসরকারি চাকরিজীবী ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই তাদের সঞ্চয় শুরু করা উচিত এবং গ্রামের দিকে অনেকেই থাকেন যারা জমি বিক্রি করে মোটা টাকা পান তারাও এই ফেসটি ডিপোজিট এর মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।

Leave a Comment