Vivo 70 5G : লঞ্চের আগেই ফাঁস গোপনীয় তথ্য, দেখে নিন এক নজরে।

Getting your Trinity Audio player ready...
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার বাংলা নিউজ ডেক্স: ইউজ ফেডারেল কমিউনিকেশন কমিশন এর সার্টিফিকেসন এর অধীন ডাটাবেসের নতুন এক ভিভো ফোনকে আবিষ্কার করতে পারবে মোবাইল প্রেমি মানুষেরা। যার মডেল নম্বর হল V২৫৩৮। শোনা যাচ্ছে এটাই vivo v70। তবে এর গ্লোবাল মার্কেটিং ফোনটির হার্ডওয়ার ডিটেইলস এবং কানেক্টিভিটি নিয়ে ভিভো অনেক সিদ্ধান্তই চূড়ান্তভাবে গ্রহণ করে ফেলেছে।

Vivo 70 5G : লঞ্চের আগেই ফাঁস গোপনীয় তথ্য, দেখে নিন এক নজরে।
Vivo 70 5G : লঞ্চের আগেই ফাঁস গোপনীয় তথ্য, দেখে নিন এক নজরে।

 

এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ারসহ বিভিন্ন প্লাটফর্মের খবর অনুযায়ী ভিভো ভি৭০ একটি ভেরিএটি পাওয়া যাবে। সেটা ১২gb রেম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ একটি লেভেল কনফিগারেশন হিসেবেই বলা যায়। এছাড়া মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো বাজেট-ক্রেতাদের জন্য একাধিক অপশন রাখার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছে।

আরো পড়ুন  samsung galaxy s26 ultra: ২০২৬ সালের সবচেয়ে আকর্ষণীয় ফোন!

যারা মোবাইল ব্যবহার করেন বিশেষ করে ভিভো কোম্পানির দ্বারা অবগত আছেন যে প্রত্যেক ছয় মাস অন্তর আপডেট করা হয় ভিভোর বিভিন্ন ভার্সনগুলি মনে করা হচ্ছে ভিভো ভি ৭০ আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি 2026 সালেই বাজারে আসতে চলেছে। তবে ভারতে এই ফোন কবে আসবে সেটা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করছে।

vivo v৭০ ফোনের ক্যামেরার জন্য যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল দুইশত মেগাপিক্সেল বিশিষ্ট প্রাইমারি ক্যামেরা এবং আট মেগাপিক্সেল বিশিষ্ট আলট্রা ওয়াইট ও ৫০ মেগাপিক্সেল বিশিষ্ট টেলি ফটো সেন্সর যুক্ত মোবাইল কনফিগারেশন। এছাড়া ফাইভ-জি নেটওয়ার্ক সহ ক্যামেরা ব্যাটারি উভয় ক্ষেত্রে বড় আপডেট আনতে পারে এই স্বনামধন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা।

আরো পড়ুন  kali linux 2025.4 release: বাজারে চলে এলো কালি লিনাক্স ফোর ভার্শন, রয়েছে ওয়েল এন্ড এর উন্নত সাপোর্ট, যুক্ত হয়েছে তিনটি নতুন অনবদ্য টুল।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভিভো ভি৭০ এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন 7 জেনারেশন ফোরের চিপ সেট যা আগের জেনারেশন বা প্রজন্মের তুলনায় অনেকটাই ভালো। বিশেষ করে এআই পারফরমেন্স এবং পাওয়ার এফিসিয়েন্সিতে এছাড়া ফোনে থাকছে এন্ড্রয়েড ১৬ এর উপর ভিত্তি করে নতুন সফটওয়্যার।

Leave a Comment