|
Getting your Trinity Audio player ready...
|
Apnarbangla Newsdesk: অবশেষে মুক্তি পেল কালে লিনাক্স 2025 এর চতুর্থ ভার্সন যা মূলত প্রকাশিত হয়েছে ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখে। উল্লেখ করা যেতে পারে যে এটি একটি জনপ্রিয় হ্যাকিং এবং সাইবার নিরাপত্তার সংক্রান্ত লিনাক্স ডিস্ট্রিবিউশন যা সিস্টেম নিরাপত্তা এবং প্রিন্ট টেস্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
এ প্রসঙ্গে বলা যেতে পারে যে কালি লিনাক্স এর মূল যে ডেক্সটপ আপডেট করে রয়েছে তাতে নতুন থিম যুক্ত করা হয়েছে অর্থাৎ ঐল্যান্ডের মাধ্যমে অনেক কিছুই যেমন কাজ করা সম্ভব হবে ঠিক তেমনি আগের চাইতে অনেক বেশি কার্যকরী করে হবে বলে মনে করছেন ব্যবহারকারীদের একাংশ। এক্ষেত্রে জিনোম ৪৯ কে ডি ই প্লাসমা ৬.৫ এবং এক্সএফসিই এর নতুন থিম যুক্ত করা হয়েছে।
👉 Do you want more customization for your @kalilinux?
👉 Check out the latest release 2025.4 with lots of new color themes, updated desktops and even a Halloween mode!!! 🔥🔥🔥https://t.co/4aiYh0Z71h
Enjoy hacking! 👾 pic.twitter.com/l06oL0dgPB
— DяA | daniruiz (@dani_ruiz24) December 12, 2025
এছাড়াওল্যান্ডের তরফে একটি নতুন ভার্চুয়াল মেশিনের সম্পূর্ণ সাপোর্ট রাখা হয়েছে যার ফলে ভার্চুয়াল বক্স এবং কিউ ইউ এমএ তে কপি পেস্ট বা স্কেলিং এর মত কাজ আগের চাইতে অনেক বেশি সহজ ভাবে করা যাবে।
তবে এক্ষেত্রে আরো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন নেট হান্টারে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন সাপোর্ট সিস্টেম যোগ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড সিক্সটিন এর সঙ্গেও কাজ করবে এ ছাড়া লাইফ ইমেজ এখন বড় হয়ে যাওয়া সেটা সরাসরি ডাউনলোড করা যাবে। এ প্রসঙ্গে আরো যুক্ত করা যেতে পারে এই লেটেস্ট রিলিজ এ লিনাক্স কার্নেল ৬.১৬ কে আপডেট করা হয়েছে যার ফলে পারফরমেন্স আরো উন্নত হবে এছাড়া দক্ষিণ কোরিয়ার সহ ভারত সহ আরো বেশ কয়েকটি দেশে ক্যালিমিরা সার্ভার তৈরি করা হয়েছে যার ফলে দ্রুত ডাউনলোড করা সম্ভব হবে।